কারও জন্য মন কেমনের মধ্য দুপুর,
দহন দিনে চোখে কেন ভাসে মেঘ!
বুকের জলাশয়ে পদ্মপুকুর।
কোনদিন এই সত্যটা জেনেও জানলে না!
বুঝেও তুমি বুঝলে না!
কেন যে হয় ভয় আর মেঘ জমা অভিমান।
তুমি শোন নুপূর পায়ে ঝমাঝম বৃষ্টির শব্দ।
আমি শুনি তোমার হৃদয়ের ধুকপুকের গান।
কারও জন্য মন কেমনের মধ্য দুপুর,
দহন দিনে চোখে কেন ভাসে মেঘ!
বুকের জলাশয়ে পদ্মপুকুর।
কোনদিন এই সত্যটা জেনেও জানলে না!
বুঝেও তুমি বুঝলে না!
কেন যে হয় ভয় আর মেঘ জমা অভিমান।
তুমি শোন নুপূর পায়ে ঝমাঝম বৃষ্টির শব্দ।
আমি শুনি তোমার হৃদয়ের ধুকপুকের গান।