কেবলই বদলে যায় প্রাসঙ্গিক দৃশ্য অবয়ব ।
আজকের জমজমাট সংলাপ শ্বাস
মহাকালের মঞ্চ জাগাতে জাগাতে…
তরশুর নির্জন মহড়া মোড়ে মিছিলের চরিত্র খোঁজে।
শতাব্দীর রাজপথে আঁকা প্রতিবাদী অক্ষর চিত্র
অতঃপর নির্লিপ্ত পরিবহন নিত্য কুরে খায় ।
একের পিঠে দুই এর ছুরি , দুই এর পিঠে তিন…
পুরোনো পুরোনো নাট্য নতুন আঙ্গিকে ।
এ কোনও হতাশা বর্ধক শব্দ চালনা নয়
সার্বিক সত্যকে মেনে নেওয়ার আগে সাহসিক সতর্কতা ।
ফলতঃ নান্দীপাঠে শত শত শ্লোগান
আর মুক্তির রূপকথার কুঁড়িদল
হেঁটে চলে আগামীর ঐতিহাসিক দরাজ দলিলে ।
এই কি কম পাওয়া হলো !
এই কি কম জানা বলো !