দখিন হাওয়া মনের কথা বললো কানে কানে
প্রেমে পাগল আকাশ ভরে উঠলো গানে গানে।
কাকে দেখে গাঁথিস মালা ফুলের বনে বনে
প্রজাতির রঙিন পাখা ফাগুন ছড়ায় মনে।
হৃদয় কি তোর উতল হলো সুরের ছোঁয়া কানে
প্রিয় সে কি পথ হারালো আপন ভোলা মনে।
সাত সাগরের জল দিয়ে তাই সিনান সারে কনে
কূলকিনারা নয় সাহারা ভেজে আপন মনে।
তার চেয়ে মন বাসবি ভালো দুচোখ ভরে দেখবি আলো
কৃষ্ণ মেঘে যারে খুঁজিস সে উঁকি দেয় মনে।
ভোরের আকাশ নবীন হলো মনের কালো সরে গেলো
প্রেমের অনুরাগের ছোঁয়া পাখির গানে গানে।
ছুঁয়ে দিতে মন চেয়েছে প্রথম দেখায় মন টেনেছে
তারার আকাশ হোকনা সুদূর তাতেই যে মন টানে।
দহন দিনে মনের কোনে কি সুর বাজে গানে গানে
হৃদয় কি তোর বাঁশি শুনে ব্রজের পথের পানে।
আকাশ যখন কালো হলো কৃষ্ণ মেঘে বৃষ্টি এলো
নয়ন কোণে মুক্তো ঝরে প্রিয়র অদর্শনে।
কৃষ্ণ কালো আঁধার কালো বিরহে কার মন পুড়িলো
বাঁশীর সুরে আনমনা মন এই ভরা ফাল্গুনে।।