আছে মাংস
নেই রক্ত
আছে প্রভু;নেই ভক্ত
আছে দিবা; নেই রাত্রি
আছে নৌকা; নেই যাত্রী
আছে প্রলয়; নেই নিলয়
আছের দুনিয়ায়——–
অনেক কিছুই নেই জগৎময়।
আছে মুক্তি;নেই শক্তি
নেই শ্রদ্ধা;নেই ভক্তি
আছে বিলাস;আছে প্রবাস
আছে দীর্ঘশ্বাস;আছে দীর্ঘ পরবাস।
আছে তাহার আমার ব্যবধান বাহার
সমাজ ভাঙ্গার সূত্র যাহার,
আছে হিংসা;নেই মীমাংসা
আছে প্রাতরাস আছে উপবাস
নেই শুধু সার্বিক শুভকামনার উপন্যাস।