আমি অনেক পথ ঘুরে ঘুরে দেখলাম
কোথাও একজন ভালো মানুষ পেলাম না;
আমি কত নদী; সাগর; সাঁতার কাটলাম
তেমন কোনো নাবিকের দিশা পেলাম না
পৃথিবীর সব আলো বাতাস হতে মুক্তির আশায় এখন আমি অন্ধকার ঘরের কোণে বসে শেষ মুহূর্তের কামনায়
ঐ মুহূর্তগুলোর মৃত্যুর সাথে বড় আত্মীয়তা আছে
আত্মীয়তা আছে আমার সব কর্মফল ভোগের
তাই হয়তো নির্মম মৃত্যুও আমাকে নিতে আসেনা,
বড় কঠিন বাস্তবের সাথে এখন দিন যাপন করছি
একেকটা দিন যেন গভীর রাতের সমান
দিনের বেলা কষ্ট;যাতনা,রাতে কেবলই অপমান
আকাঙ্খার বাতিগুলিও নিভূ নিভূ অবস্থায়,
জীবন মৃত্যুর শেষ সাক্ষাতে ঐ মানুষগুলো থাকবে কি শেষ অপেক্ষায়?