দু’চোখ ভরে আশার দীপ রেখেছি জ্বালায়ে
তোর প্রেমের জন্য
অমলতাসের মেয়েবেলায় সেই-মন দেয়া-নেয়ার
চপল খেলায়
ছন্দিত মূর্ছনার মতো-আজো,রয়েছি দাঁড়ায়ে,
গবাক্ষ ধরে তোর প্রতীক্ষায়
সেজেছি সোহাগী বধূর সাজ, ফুলডোরে কবরী বেঁধেছি
আজ
লাল বেনারসিতে সুবাস মেখে কপোল নিটোল কুঙ্কুম
রাজ
টকটকে লাল সূর্য শুধুই তোর প্রেমেতে তূর্য্য!
অঙ্গেতে আমার স্বর্ণাভরণ তোর জন্যেই সব আয়োজন
তোর প্রেমেতে ভিখারিনী তোর ছোঁয়াতেই গরবিনী মন
তোর প্রেমিক বক্ষেতে ঠাঁই দিস শুধু অনুরাগ ভরে
এসো সখা ত্বরা, উন্মনা মন হলো দিশেহারা ওরে
তোর পথ চেয়ে ব্যাকুল তৃষায় পরাণ উচাটন হায়!
দু’য়ার খুলে রয়েছি দাঁড়ায়ে,আয়রে ,সখা আয়
স্নাত করে দে আমারে,যা আছে আমার সকলি তোর
কাটাবো জীবন সুখের বাসরে অনুরাগে হয়ে বিভোর
তোর বিহনে জগৎ আঁধার ,সখা,আমি অতি নগন্য
স্নিগ্ধ মধুর প্রেমধারায় তোর করিস আমারে ধন্য ।