বনের মাঝে তেঁতুল তলায়
বাস করতো এক বুড়ি,
হাঁটতে চলতে পারতো না সে
বেজায় থুত্থুরি।
লম্বা শীর্ণ হাতগুলো তার
ধনুর মত ব্যাঁকা,
দিলে ছুঁয়ে কাউকে একবার
লাগতো বিষম ছ্যাঁকা।
তেঁতুল বুড়ি নামে তাকে
চিনতে সকল জনে,
নাকি সুরে গাইতো সে গান
রাতে আপন মনে।
সুরের বিকট গমক শুনে
কাঁপতো শিশু সবে,
জাপটে ধরে মায়ের কোলে
থাকতো নীরব রবে।