তুমি না এলে জানতেই পারতাম না,
কেমন করে একটি মুহূর্ত মাত্র অনন্ত কাল হয়ে ওঠে,
যুগান্তর ঘটে এক জীবনেই,
একটি মুহূর্তে এপার আর ওপারের ব্যবধানে।
বুকের ভেতর রক্ত গোলাপ কেমন করে ফোটে-
অজানাই থেকে যেত, তুমি না এলে…..
সেই প্রেমময় মুহূর্তে,তোমার অস্ফূট মধুর ধ্বনি,
ভরিয়ে দিল আমার সমস্ত চেতনা ,
পাষানের বুক চিরে বইতে লাগলো নির্ঝরিনীর অঝোর ধারা।
তৃপ্ত হতে থাকলাম,ক্রমশ স্নিগ্ধ হয়ে উঠতে লাগলাম
একাকার হয়ে গেল, সকল সুখ-দুঃখের চেতনা
বিলীন হয়ে গেল সকল দ্বন্দ্ব আর দ্বিধা।
সমগ্র চেতনা জুড়ে কেবলই ধ্বনিত হতে থাকলো
তোমার জন্য,তোমারই জন্য ,শুধু তোমারি জন্য,
আমি জেনে গেছি প্রেম অবিনশ্বর, প্রেম চিরন্তন।
প্রেম অক্ষয় হয়ে ওঠে কেমন করে-
অজানাই থেকে যেত তুমি না এলে!