ভালো লাগার স্পর্শানুভূতিতে
আমার মন পাখি আজ উন্মত্ত ।
না পাওয়া কিছু স্বপ্নকে
ভাসিয়ে দিতে চেয়েছিলাম
শেষ ভেলায় ॥
এক অনাবিষ্কৃত আবেশে
অতলে তলিয়ে যাওয়া
মৃতপ্রায় আবেগ আজ প্রাণবন্ত ।
মনের ইচ্ছেরা নেচে ওঠে
তোমার দেওয়া সুরে
আপন ভঙ্গিমায় ।।
শিশির সিক্ত রাতে
হঠাৎ ভালো লাগার উষ্ণতা মেখে, জেগে ওঠে প্রেমের কাব্য ।
আবেগে ভেসে ওঠা আমার
অন্তরের স্নিগ্ধ কল্পনা
ডুবে যেতে চায় আবার,
প্রণয়ের সাগরের নীলে ।
তোমার প্রেমের সুরা পানে
এই বিহঙ্গিনী যেন বিহ্বলে আচ্ছন্ন ॥
তাই হয়তো না বলা অব্যক্ত আকুতি
তোমার কাছে ধরলাম মেলে ।।