এখানে তুমি ছিলে
বিমুগ্ধ মেঘের ভেলার মত সফেদ সাদা..
বাতাসে চন্দন গন্ধ ঘাসের শিশিরে দ্যুতি,
রাতের নৈঃশব্দ্যে কান্নার মতো।
ঝিঁঝির ডাকে আঁধার আর নিস্তব্ধতা বিদীর্ণ করা
শেষ প্রহরে নিঃসঙ্গ তিতিরের পালকে লেগে থাকা
কিছু নিরুত্তাপের রেশ…
জীবন ক্ষণিক পুরাতন বাঙ্ময় অবিশেষ।
বিন্দু থেকে সিন্ধুর ব্যপ্তি জুড়ে
গুটিকয় স্বপ্ন ধূসর সময়ের ধারায়
কেবলি শব্দহীন পথ হারায়।
নক্ষত্র আর দ্রাঘিমায় খুঁজে খুঁজে
মাটির নিস্তব্ধ দ্বারে কথারা ভেঙে যায়…
তোমার নৈঃশব্দ্যের বিশালতায়
নিশ্চিত সমর্পণের অভিপ্রায়।