তুমি আসবে, তাই এতো যানজট শহরের পথে।
তুমি আসবে, তাই টেন্ডার ডেকে তৈরি রেখেছি ভাঙাচোরা
রাস্তাঘাট, প্রস্তুত রেখেছি ছিনতাইকারী, শোতে শোতে
বিকলাঙ্গ ভিক্ষুক, ঘুষনিষ্ঠ পুলিশ; এদিক ভাঙছি আর খোঁড়া
চলছে ওই দিকে; ‘আল্লার নামে চলিতেছি’ আততায়ী ট্রাক
লেলিয়ে দিয়েছি, প্রস্তুত রেখেছি পথেপথে দেশপ্রেমিক সশস্ত্র ক্যাডার;
তুমি আসবে, তাই শুক্রবারে, ছড়িয়ে দিয়েছি ঝাঁকঝাঁক
জোটবন্ধ হিংস্র মৌলবাদী, তাদের পকেটে চকচকে বেহেশতি ডলার।
চৌরাস্তায় তোমাকে দেড়ঘণ্টা আটকে রেখে একটা ডাকাত
যাবে পতাকা উড়িয়ে রাস্তা খালি ক’রে, তুমি রিক্সায় কাঁপবে থরথর,
কাঁপতে থাকবো আমি অপেক্ষায়; লক্ষলক্ষ শয়তানের হাত
আমার হৃৎপিণ্ড ঠুকে ঠুকে পিষে পিষে বানাবে পাথর।
তুমি আসবে;- তাই এ-নগরে বাজে এতো শিঙ্গা, ভয়াবহ বাঁশি,
আশ্চর্য, তবুও আমরা এই নরকেও ভালোবাসি।