বিদ্রোহী নামেতে তব কবি পরিচয়
অকুতোভয় তেজস্বী ছিলে সাম্যবাদী,
অগ্নিবীণা’র ঝংকারে দিয়ে বরাভয়
করেছো বৃটিশ সাথে যুদ্ধ প্রতিবাদী।
গুল-বাগিচার গুল তুমি নজরুল
দ্রোহকালে লেখো তেজে বিদ্রোহী কবিতা,
গীতি,কাব্য কবিতায় নেই তোমা তুল
দুখু মিঞা নামে ছিলে দীনের সবিতা।
জন্মেছিলে বর্ধমান চুরুলিয়া গ্ৰামে
দুই বাংলায় বিপ্লব এনেছো লিখনে,
কারার লৌহ কপাট ভাঙ্গনের নামে
কারাবাসে গাও গান দৃপ্র তেজ সনে।
দুর্বার বজ্রের মতো গর্জন গম্ভীর,
তুখড় অজেয় বীর ছিলে ধরিত্রীর।