তোর লুকোনো চোখের জলে
জিওল -জিয়োনো আছে ,
এক -ভোর জিরানকাটের আনন্দ সরণী ।
তুই কি জানিস ?
তোর কবিতার প্রমত্ত প্রেমিক ,
প্রজাপতি হবে বলে’ জমিয়ে রেখেছে
তোরই ভাবনার ভাঁজে
গুটিপোকার মুখাগ্নি বাসনা !
তুই কি জানিস ?
তোর কপালের বিন্দু বিন্দু ঘামে
যখন জন্ম নিচ্ছে সংসারী বটের শেকড় ,
তখন তোরই ধমনী- ধরণী জুড়ে
উড়ু উড়ু বসন্তের বেহিসেবি রাধিকা নুপূর !
তুই কি জানিস ?