স্বর্ণরেণু মেখে পাখিরা গভীর প্রত্যয়ে
কথাকলির মুদ্রা ফোটায়,
পিপুলের শ্যামল ছায়ায়!
মাছেরা নিশ্চিন্ত সুখে নেমেছে জলে
শুক্লা একাদশীর জ্যোৎস্নায়।
অবনত আকাশতল,নিমগ্ন বর্ষণ,
বন চম্পকের প্রভাত স্বভাব নিয়মে
চলছে অনন্ত দিনরাত।
আকাশের নীল ক্যানভাস জুড়ে
শিকারী পাখী চক্রাকার ঘুরে বেড়ায়
সূর্যমুখী অকুলীন চড়ুইরা
ভীত ও নির্বাক!
জলের সীমানায় মাছেরা
স্বাধীনতার খোঁজে মৌন তৎপর,
শরীর জুড়ে সঞ্জীবনী মন্ত্র মেখে
প্রতিবাদী নিশান হাতে লড়াই
চলছে যুগ যুগান্ত ধরে…
ভাঙে সনেট,ভাঙে পয়ার
দুর্বোধ্যতার জাল ছিঁড়ে
বেরিয়ে আসে শব্দ ঝঙ্কার।
সহসা আকাশ বিদীর্ণ করে বিস্তারিত
তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে..
জাগো জাগো দুঃখী মনের মানুষ
দুঃখের স্তূপ ভেঙে এবার একটা
দুর্বার বিস্ফোরণ ঘটাও…
দেখবো কি এক নতুন পৃথিবী!