তপন কুমার চট্টোপাধ্যায়
লেখক পরিচিতি
—————————
নাম : তপন কুমার চট্টোপাধ্যায়
ইংরাজী ১৯৫২ সালের ২২শে আগষ্ট, উত্তর কলিকাতার,শ্যামবাজারে জন্ম। পিতা রমেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় ও মাতা নিলীমা দেবী। বাল্যকাল থেকেই শুকতারা, আনন্দমেলা ইত্যাদি ছোটদের পত্রিকা প্রতিবেশীদের বাড়িতে পড়ার অভ্যাস থেকে ছড়া, কবিতা, গল্প এলাকায় দেওয়াল পত্রিকা ও স্কুল,কলেজের বাৎসরিক পত্রিকায় প্রকাশিত হত।
উত্তর কলকাতার দি পার্ক ইনস্, পরে সেন্টপলস কলেজ ও ডি,এন,দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠ শেষে, আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে কর্ম জীবনের শুরু। ১৯১৬ সালে প্রথম ফেসবুকে বিভিন্ন সাহিত্য গ্রুপে কবিতা,গল্প ছড়া প্রকাশের শুরু, যা বর্তমানে বহমান।
লেখকের সৃষ্টি
চৌষট্টি ঘরের যুদ্ধ || Tapan Kumar Chattopadhyay
সাদা কালো চৌষট্টি ঘরের যুদ্ধ,মগজাস্ত্রে লড়েকিশোর যুবা বৃদ্ধ,রাজা মন্ত্রী নৌকা
নানা রূপে অপরাজিতা || Tapan Kumar Chattopadhyay
তুমি কখনো নীলকন্ঠের মত গরল রঙা,তুমি কখনো আসমানী দিগন্তের রূপে