আমাদের ছিল বাটুল দি গ্রেট
এখন আছে বাবল শট গ্রেট।
আমাদের ছিল হাঁদা ভোঁদা
এখন আছে যে গুগল দাদা।
আমাদের ছিল শুকতারা আনন্দমেলা
এখন আছে মোবাইলে গেম খেলা।
পড়ে উঠেই দৌড় লাগাতাম, মাঠে গিয়ে খেলতে
এখন সবাই ব্যস্ত ঘরে, মোবাইলে গেম খেলাতে।
সন্ধ্যাবেলা পড়তে বসে চোখ ঢুলুঢুলু
এখন যেন যান্ত্রিকতার পরশ কুলুকুলু।
আমাদের ছিল নতুন বইয়ের গন্ধ
এখন আছে টেকনোলজির ছন্দ।
আমরা বাঁচতাম মাথা উঁচু করে
এখন সবাই থাকে মাথা নিচু করে।
আমাদের ছিল পুকুর খাল বিল
এখন আছে তাদের জন্য সুইমিংপুল।
আমাদের ছিল বাচ্চার ওজন বাড়ানো চাই
এখন হল জিরো ফিগার হওয়া চাইই চাই।
তবুও বলি তখন আর এখন
দুই সময়ই ভালো ও নয়তো অসমান।
নতুন সময় এগিয়েই চলে
আগের থেকে এক কদম।