ওপারের অহংকারের জ্বর বাড়লে…
দেহের ভেতরের খোলা জানলাগুলো
আত্মহত্যা করে
মুখ-টবের প্রিয় ফুল শুকিয়ে যায়
হাতড়ে বেড়ায়
লুকিয়ে থাকা আলোগুলোকে
গুনে গুনে আলো যখন
আকাশ ছোঁয়া
ভালোবাসি আবারও
মানুষ যেন ডানা হীন চাতক
ওপারের অহংকারের জ্বর বাড়লে…
দেহের ভেতরের খোলা জানলাগুলো
আত্মহত্যা করে
মুখ-টবের প্রিয় ফুল শুকিয়ে যায়
হাতড়ে বেড়ায়
লুকিয়ে থাকা আলোগুলোকে
গুনে গুনে আলো যখন
আকাশ ছোঁয়া
ভালোবাসি আবারও
মানুষ যেন ডানা হীন চাতক