ডাক পাঠালে অনাঘ্রাতা সুখ
মৌটুসী মন কোন ঠিকানায় যাবো ?
পৃথুল মেঘে ঢাকছে মুখর মুখ
দায়িত্বহীন বিশুদ্ধ ঘুম পাবো !
সেই যে কবে জাগিয়েছিলে ভোরে
শিউলি তলায় চাঁদ কুড়োবো বলে ,
সময় চুরি করলো সময়-চোরে
চাঁদ ফিরেছে টিপ দিয়ে যা কোলে !
সেই যে কথা বলবে বলেছিলে
শুনলে ব্যথা জুড়িয়ে হবে জল ,
কথার কথা পুড়েছে নুন বিলে
সেই কথা হোক সন্ততি সম্বল ।
চোখের তারায় এমন দৃষ্টি হবে
সবকিছুকেই দেখাবে সুন্দর ,
বলেছিলে , খুঁজছি অসম্ভবে
উত্তর পাক সে আশা- অন্তর ।
ডাক পাঠালে অনাঘ্রাতা সুখ
খুঁজছি তোমায় বৈতরণীর বাঁকে ,
পালের হাওয়া মাস্তুলে উন্মুখ
লক্ষ জাতক দাঁড়ের পাকে পাকে !