জলপ্রপাতের মতো দ্রুত ঝরে পড়ছে
পাঁচ হাজারী সভ্যতার সভ্য পালক ।
আমরাই উড়তে চেয়েছিলাম
প্রতিযোগী রকেটের মতো ,
সহযোগী টিট্টিভের মতো ,
উদাসীন জলফড়িং এর মতো ।
সমবাহু ত্রিভুজ আঁকতে গিয়ে
কেবলই ডোডো পাখির
অসম্পূর্ণ ইতিবৃত্ত এঁকেছি ।
সীমান্তহীন জীবনের আদিগন্ত জন্ম ক্ষেতে
গজিয়ে উঠছে পালে পালে
খন্ড খন্ড বাঁশফুলের কিংবদন্তি মড়ক বাসনা !
গুপ্ত গুহার সুপ্ত ভয় সঙ্গী করে
অশান্ত হাঁটছি ।
ডাইনোসর স্মৃতির শোকসভা ডেকে
শত শত শতাব্দীর শ্রম -ঋণ কাঁধে
ডুবন্ত ভাসছি ।
সপ্তসিন্ধু জলে আত্ম- তর্পনের
বিশল্যকরণী মন্ত্রে শুদ্ধ হবো বলে’
তবুও জাগছি ।