দাঁড়িপাল্লার নিক্তি ওজনের তারতম্যে দেওয়াল গড়ে,
মিথ্যে উঁচুর প্রকোষ্ঠে অনুভূতিহীন বিবেকের দংশন।
অহং চুঁইয়ে ঈর্ষা ছড়িয়ে পড়ে শিরা উপশিরায়,
বাকি সব পড়ে থাকে লক্ষণরেখার বাইরে।
চিরন্তন চেনা গন্ডীতে বিস্তর অসামঞ্জস্য,
সময় সমাজ কিনে নিয়েছে অদৃশ্য মেকি সুতোর দম্ভে।
একে একে হারিয়ে যায় মানুষ মনুষ্যত্ব চেতনার সংজ্ঞা,
অস্তিত্ব বেঁচে থাকে সাপলুডু খেলার দংশিত ছকে।
স্ট্যাটাসের মিথ্যে ফানুস উড়ে আভিজাত্যের মোড়কে,
অন্তরার হয়ে দাঁড়ায় সম্পর্কের স্নিগ্ধ বাতাস।
উন্নাসিকতা গ্রাস করে স্বর্ণালী মুহুর্তের অমূল্য সম্পদ,
আজন্মের লালিত সুখস্বপ্নের ইমারত ধূলিসাৎ হয় এক লহমায়।
জীবনের সহজ সাবলীল ধারা বয় ভিন্নমুখে,
মনের গভীরে খেলা করে অকপট তাচ্ছিল্য।
চোরাবালির আবর্তে ঘুরপাক খায় অর্থ বৈভবের মেকি অহমিকা;
ভুলে যায় আলোর বিপরীতেই থাকে আঁধারের রাজপাট।