নিজেকে আজ যেন শামুকের মতো
মনে হচ্ছে
বাইরেটা একটা শক্ত পোক্ত আবরণ
আর ভিতরটা যে বড্ড নরম।
শত আঘাতেও ঐ শক্ত আবরণ টা
ভাঙে না
কিন্তু ভিতরটা কত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে
কেউ বুঝতেই পারে না
খোলসের ভিতরে সেই আমিটাকে
কেউ খোঁজে না
কেউ খবর রাখেনা আমার ভিতরটা
ভালো আছে কি না!
সবাই কুশল জানতে চায় আমার
আর আমার
শক্ত খোলসটা দেখে খুশি হয়।
আমি জানি, আমার এই শক্ত খোলসটা
আছে বলেই
আমি আজও বেঁচে আছি
ঠিক শামুকের মতো!
যদি ভুল করে খোলসের ভিতরটা
কেউ দেখতে পায়
তাহলে! মৃত্যু নিশ্চিত
ঠিক শামুকের মতো।।