নাহ, আর কোন কথা নয়
সময়ের কাছে ছুটি চাই
যা গেছে তা গেছে, যাক-
পিছু ফিরে তাকাবার সময় তো নাই,
যতটুকু পাওয়া ছিল
তারও বেশী পেয়েছি এই ভেবে
স্টেশন এসেছে বুঝি
এখন গেলাম নেমে তবে,
আর ছুঁয়ে দেখব না
রেখে গেলাম এই অঙ্গীকার,
ঠিকানা বিহীন পথ
ঠিকানা কি ছিল আমার!
চারিদিকে চকচকে
ঝলমলে অচেনা পৃথিবী
যা কিছু আপন ছিল
সেও যেন কুয়াশা ঢাকা ছবি!