স্বপ্ন ভেঙে যেতে যেতে
নিজেই নিজেকে মানিয়ে নিতে পারিনি এখনও
আমি যে মুগ্ধ করে দেবো তোমাকে
সে কথা বলার সামর্থ আছে কি না জানি না
তবুও তোমার বিরহে মন খারাপ করেছি
হৃদয়ের তল খুঁজতে খুঁজতে
বুকের অনেক গভীরে নেমে দেখেছি
তার অনন্ত গহ্বর
আর দু’চোখের অগাধ শূন্যতা
এ’সময় চারপাশে
আলো-ছায়ার মতো নানান আসক্তি
ও সম্মোহনের অদৃশ্য জাল পাতা
দুর থেকে আমি তাই সারাক্ষণ
আমার জ্ঞানেন্দ্রিয় তীব্র করে রাখি
আর ফিরে ফিরে আসি নিজের ভেতর
আসলে মন দেয়া-নেয়া জন্য এখন
দড়ির উপর দিয়ে হেঁটে যাবার কৌশল ও কসরত
দুইই শেখা একান্ত জরুরী
আমি প্রাণপণে আঁকড়ে ধরতে চাইছি
গভীরে প্রোথিত সময়ের আড়কাঠি ।