সুন্দরী গায় সমীরণ বায়
ছাঁদনাতলে বিয়ে,
স্বর্ণ ব্যাঙেতে নাচলো ঢঙেতে
টোপর মাথে দিয়ে ।
পুকুরের পারে বৃক্ষের ধারে
কোলা ব্যাঙের বাসা,
হৃদয়ের ভাবে সোনা মোড়া পাবে
প্রেমে গাইলো খাসা।
কুসুমের মালা মাথা পরে ঢালা
গলায় ঝোলে দড়ি,
নীরবতা ধরে ধৈর্যটি ভরে
গায়ে হলুদ ভরি।
সোনা চাঁপা রঙ কোলা করে ঢঙ
সকাল থেকে চলে,
গ্যাঙর গ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙর
মধুর কথা বলে।
ব্যাঙের ছত্র আলতা পত্র
সবাই আছে সনে,
নিয়মের নীতি বিধানের রীতি
মানলো সবে মনে।