মনের কন্দরের মুখ আটকে রেখেছো
কোন শীত শীতল শিলালিপি দিয়ে ?
মানবিক কোনও টানই পৃথিবী -সূর্যের
প্লেটোনিক প্রেমের মতো অক্লান্ত নয় ।
দীর্ঘ দুর্বোধ্যতায় ক্রমে ক্রমে ক্ষয়ে যায়
কবিতার শব্দ পরমায়ু ।
অগত্যা ধৈর্য্যভেদী বয়ে যাবো
শ্মশানের কিংবা কবরের
গাদাগাদি গৃহস্থ ভীড়ে নয় ,
ভার্জিন ভ্রূণের আনন্দ পেতে
নির্জন মাতৃজঠরের ঐকান্তিক ওমে !
ভালো লাগে না আর আড়ে দিঘে উদাসীন
শুনশান শিলালিপি উদ্ধারের কাজ ।
হ্যাঁ কাজ ,
কেননা আকন্ঠ ভালোলাগার মান
কমে কমে অদৃশ্য হলে ,
জীবন্ত জেগে ওঠাও এক কাজ হয়ে যায় ।
ভালো নাইবা বাসলে ,
ভালোলাগার অকারণ কারণকে
কমতে দিও না অতঃপর ।