সুগন্ধি ফুল হয়ে ফুটেও
যখন গান ভুলিয়েছে অক্টোপাস
আমি ক্ষতের মধ্যে জন্ম দিয়েছি পদ্ম
-আলোর সাধনায় !
সাজানো চিতা থেকে ছো মেরে নিয়ে এসেছি জীবন…
নীল পাখি যেমন…
পুড়তে পুড়তেও
সোনা আলো দেওয়া যাপন রপ্ত করে
কালপেঁচা – কোকিল,
যুদ্ধ জয় করতে দেহ কে ঝিনুক হতে হয়
আদিম সময় থেকেই