রাঙামাটির পথটি ধরে
কদমতলী গায়,
শিমুল পলাশ গাছের সারি
ওইযে দেখা যায়।
তারই পাশে টালির ছাওয়া
গাঁয়ের দক্ষিণ দিক,
আম কাঁঠালের বাগ পেরোলেই
মামার ঘরটি ঠিক।
পুকুরপাড়ে লিচু ভুবি
পাকা কালো জাম,
গাছে চড়তে গেলেই মামা
বলতো,ওরে, থাম্ ।
ঝড়ের দিনে মামার বাড়ি
ঢুপ ঢুপ পড়তো আম,
মামা এনে দিতো পেড়ে
রসে ভরা জাম।
মামার বাড়ি গেলেই কিন্তু
মজা হতো খুব,
মামাতো ভাই রণি সানির
সাথে মিলে ডুব।