আজ আমি হারিয়ে গিয়েছি দিকশূন্য পুরে
তবু তুমি সুখে থাক,
তোমার শরীরে জমে মেদ
তোমার বাগানে ফোটে ফুল,
ঝুল বারান্দায় এক অচেনা যুবক
বিলকুল থাকে তোমার প্রতীক্ষায়,
সিগারেট হাতে।
পৃথিবীতে ধীরে ধীর রাত্রি নামে,
আর আমি খুব একা হয়ে পড়ি মাঝরাতে।
দিন দিন জ্যোৎস্নার জমি যদি
বেড়ে ওঠে শরীরে তোমার,
তবু আমি নীরবেই দূরে দূরে থাকি
পুরনো গোপন ব্যথা গোপনেই রাখি।
আজ আমি দূরে আছি দুঃখে অভিমানে
তবু তুমি সুখে থাক, কি করে যে মনে?
আর দিনে দিনে দেখি তাই,
তোমার শরীরে জমে জ্যোৎস্নার রোদ?