সমারোহ নেচে চলে বহুবিধ তালে
আমিই কি একা পুড়ি কবিতার জ্বালে !
এ পোড়া সে পোড়া নয় , ভাবুক তা জানে
সৃজনের সুখ ফোটে বিষাদ বাগানে ।
কিভাবে চালালে নদী , চলে হবে ধীর
সরিয়ে আসবো একা গোপনের ভীড় !
কিভাবে সাজালে মন , সহযোগী সারি
টিট্টিভ সরিয়াল পথে দেবো পাড়ি ?
সমবায় হতে চাই , একাও কখনও
অ-সুরের স্বাদ চাই , সুরের মাতনও ।
বিপরীত কূল পাওয়া সোজা নয় মোটে
জ্বলে নিভে ছুঁতে চাই , যতটুকু জোটে ।