তোমার চোখের অনাবিল আনন্দ পান করে
আবারও আরণ্যক হবে ব’লে
রক্তাক্ত রোডোডেনড্রন নতজানু !
মায়ালু বাতাসে নেমে
হাওয়া খায় হাঁসফাঁস বাতাসিয়া লুপ ।
নিস্তব্ধ আগুন এসে
ধুয়ে মুছে সাফ করে পৃথিবীর কূট কোলাহল ।
তোমার নিদ্রিত শ্বাসের শিশিরে
কোটি কোটি ক্রোধের ভ্রুকুটি গ’লে
প্রবালের সুখ হয়ে ঝরে ।
শত শত যুদ্ধের প্রস্তুতি হরিনাভি হিম মেখে
রিমঝিম প্রজাপতি মেঘ মেঘ মেঘের মেখলা ।
তুমি কি মানবী ?
নাকি ,
ইভের না- ছোঁয়া সেই
জ্ঞানবৃক্ষের আদিম আদি ভালবাসা !