জেগে ওঠো ওহে মানুষজন
পুতুল হয়ে থেকোনা তো আর
নিজের ভালো বুঝতে গিয়ে শোনো,
সমাজ টাকে ধ্বংস করোনা যেনো,
মারের বদলা দিতে হবে যদি মার
তবে পাল্টে ফেলে ভদ্রতার সংসার,
রুখে দাঁড়ানো অনেক উপায় আছে
যদি সৎ থাকো ভাবনা কিসের তবে
চোখের ভাষায় ঘেন্না ও আগুন জলে
ভয় না পেলেই ভয় পাও কি সোজা
নিজের মধ্যে আত্মশক্তি খোঁজা,
মানুষ কি আর নিজের বিবেক ভোলে
যদি না সে মুখোশ পড়তে চায়,
মুখোশ পরে সব ধান্দবাজের দল
ওরা চতুর কাজে ফতুর করে দেশ
আত্মগ্লানির চাপে এরা হোক শেষ,
জেগে ওঠো ওহে মানুষজন
পুতুল হয়ে থেকোনা তো আর।