তুই যদি নদী হোস
তাহলে,
আমাকে ভাসিয়ে নিয়ে যাস,
বেশীদূর নিতে হবে না,
খেলবো তোর তরঙ্গে,
তোর ঢেউয়ের দোলায় ভেসে
প্রেমকে আলিঙ্গন করবো,
না না, সাঁতার জানি না,
সাঁতরে পারে উঠতে পারবো না।
প্রেমিক হলি কেন?
কোলে করে পৌঁছে দিবি কূলে।
তুই যদি মেঘ হোস,
পেঁজা তুলোয় ভেসে ঘুরে বেড়াস,
পাখি হয়ে যাবো তোর বুকে,
ঘুরে বেড়াতে চাই নীল দিগন্তে,
না পাওয়ার ব্যথা গুলো উঠবে জেগে,
যন্ত্রণা মুছিয়ে দিস বৃষ্টি এনে,
কান্না গুলো ঝরে পড়ুক অঝোর ধারায় ।
প্রেম চুম্বন এঁকে দেবো তোরই বুকে।
তুই যদি হাওয়া হোস,
কানে কানে বার্তা দিস,
আয় আমি দখিনা, মলয় সমীর,
ফাগুন নিয়ে এলাম তোর দ্বারে,
লালের নেশা লাগাবো তোর মনে।
পলাশ শিমুল অশোকের দোলায়,
কেঁপে উঠবি ক্ষণে ক্ষণে।
প্রেমিক মন লালের নেশায় হবে বুঁদ,
ধরবে তাকে, ঘুরে বনে বনে,
ফাগুন আগুন রূপে মাতাল হয়ে,
ভোমরার মত ফুলের বাগে ঘুরে বেড়িয়ে ,
জীবন খোঁজে বসন্ত বাহার।
তুই কি উদাসী মন?
ফাগের রঙে মাতোয়ারা
রাধা কৃষ্ণের প্রেমলীলায় ভাসিস,
ফাগ গুলালে মাতিস,
পূর্ণিমা চাঁদের আলোয় স্নিক্ত হোস,
নিজেকে ধন্য মনে করিস।
তুই যদি জোছনা হোস,
লেপটে থাকবি আমার সাথে,
সারারাত কথা বলব দুজনে কূজনে,
জীবন ভর একসাথে।