জীবন ঘড়ি কখন যে কার
হয়ে যাবে স্তব্ধ,
কালের শমন ডাকবে যখন
সবাই হবে জব্দ।
চপলমতি মনটা অতি
থাকে নাকো বশে,
সঠিক কাজে মনের গতি
রাখতে হবে কষে।
মোহ মায়া জড়ায় কায়া
বৃথা সুখের আশে,
লোভের ফলে পড়লে ছলে
চক্রবূহ্যে ফাঁসে।
মন্দ পথে উপার্জনে
শান্তি নাহি থাকে,
পাপের পঙ্কে ডুবলে জীবন
শাস্তি ভালে আঁকে।
পরান পাখি যাবে উড়ে
দেহের খাঁচা ছেড়ে,
জীবন ঘড়ি থাকতে সচল
সুকর্ম যাও সেরে।