জীবন খাতার পাতাগুলি সব
দেখছি যতোই ঝরছে জল,
দেওয়া নেওয়ার খতিয়ানে আজ
দেখতে পাই যে সব বিফল।
ছলচাতুরীর কূট কৌশলে
নাই হিসাবের দাঁড়িপাল্লা,
আপনজনাই কাঙ্গাল করে
মুখোশ অঙ্গে আলখাল্লা।
নিক্তি মতন চুক্তি করলে
স্বাক্ষর খানি জানলে নিতে,
দীনতার লাজে মানহানি আজ
হতো নাকো কভু হয়রানিতে।
জীবন খাতার ছত্রে ছত্রে যে
সীমাহীন সব ভুলেতে ভরা
চেতনবোধের জাগরণ টাই
ঘুচাতে পারবে সকল খরা।
জাগুক বিবেক চৈতন্য হোক
সতর্ক হোক সবার মন,
জীবন খাতার পাতাটি মুড়তে
চেতনে মননে প্রভুই রন।