জীবন কি যে চায়
অরণ্য রণ পেরিয়ে শেষে ধর্মে অসহায় ।
গুহার আঁধার ফিরবে চোখে বোসন বিফল যাবে
শিরার ভিতর লুকিয়ে শ্বাপদ চক্রাকারে খাবে !
জীবনকে কে খায়
খল নুড়ি শ্বাস জমিয়ে আয়ু সুখভোরে হারায় ।
জন্ম নেবো জন্ম দেবো জন্মে অধিকার
জন্মভূমি হচ্ছে লোভী বুলেটে ছারখার ।
জীবন ক্রিজে যায়
লড়তে হলে বাঁচতে হবে সময়ই ধমকায় ।
কোন গতিতে দৌড়ে যাবো কিংবা থিতু ঘাসে
জানার মোহ শিশির তাপে শিউলি চাঁদে ভাসে ।