আমার বিনম্র বিগলিত সভ্য চামড়া দেখে , শুঁকে
এবং বড়জোর গায়ে হাত বুলিয়ে
পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিটি কানে লটকে দাও
— কি ভালো ! কি ভালো !
ভুলেও চামড়া ছাড়িয়ে আরও ভেতরে যেও না ।
শ’য়ে শ’য়ে উদ্ধত , অসভ্য , অসৎ কঙ্কালের
উলঙ্গ খোলস তোমাদের ঘুমোতে দেবে না ।
বিশ্বাসের বিশ্বাসঘাতকতা দেখে তোমরা
নিজেরাই লজ্জায় কুঁকড়ে যাবে ।
আসলে , কিছু কিছু আমি আমি আমাদের
বহুকাল আগেই মানসিক মৃত্যু হয়েছে ।