জীবনের হিসাব কভু, মেলে না গো দাদা ।
বিস্তৃতপথে ছড়িয়ে ছিটিয়ে, জটিল গোলক ধাঁধা ।
পদে পদে প্রতিকূলতা, সমাধান খোঁজে ধাঁধা ।
আমরা যে সামান্য, অতি সাধারণ ।
শুধু চেষ্টা করে যাবো আমরণ ।
হয়তো মিলবে সব, জীবনের বেলা শেষে ।
মৃত্যু যখন দাঁড়াবে দুয়ারে এসে ।
কিন্তু তখন আর লাভ কি সমাধান পেয়ে !
মিলিয়ে যাব আমি- তুমি, গহীন আঁধারে ।
যে জীবন আজ বেঁচে আছে বিস্ময়ে ,
প্রতিদিন, প্রতিক্ষণ ব্যথিত পরাজয়ে ,
জটিল প্রশ্নগুলোর উত্তর মিলে যাবে সঠিক সময়ে ।
নিয়তির লিখন কে করিবে খন্ডন !
স্পষ্ট হবে সব, যেদিন ভগ্ন হবে, এ মায়ার বন্ধন ।