হৃদয়কে ততটাই খোলো
যেখানে শোক বাসা না বাঁধে,
মনকে ততটাই বাঁধো
যেখানে ব্যথা অযথা না কাঁদে ।
ভাগ্য খেলে যার সাথে
ভাগ্যের পরিভাষা সেই ভালো বোঝে,
পুণ্যের মোহর ভরো মনঘটে
বেদনা পালাবে নিজেই,নিজপথ খুঁজে ।
দিশাহীন হয়ে সুখের পিছন ছুটে
এভাবে সুখ কাছে আসে না তো,
দৃঢ়চেতা হয়ে স্থির লক্ষ্যে চলে
আপনি আসবে সুখ ফল্গুধারার মতো ।
মনের আঁধারেও ফোঁটে আশার ফুল
অন্ধমন তা পায় না অনুভবে,
আশায়, আশার ইঁটে গড়ে স্বপ্নের মহল
অবাধ্য মন পোড়ে নিজ স্বভাবে ।
জীবন যত ছোটে, বাঁচার বাসনা বাড়ে
আয়ু হিসাব কষে মনে,
ব্যথাভার সইতে হবে, সত্যকে মানতে হবে
ফুরাবে যে জীবন, আর কিছুক্ষণে ।