অদাহ্য মৃত্যুর ধৈর্য্যকে সদর্পে বলি
— এসো আগে জীবনের দৈর্ঘ্য মেপে আসি ।
ভালবাসলেই মাত্র এক ঘন্টার আয়ু
দীর্ঘ ষাট মিনিটেও ফুরোয় না ।
একটি অভূতপূর্ব ব্যাকভলির ক্ষণিক দৃশ্য
হাজার হাজার বার পোস্ট গলে’
শতাব্দীর শ্বাস হয়ে যায় !
ঠিক সাড়ে তিন মিনিটের গান
লক্ষ কন্ঠের একান্ত দোসর হলে’
আদি গায়ক গায়িকার পরিধির সামনে
এভারেস্ট জয়ী জ্যামিতিও শম্বুক বুদবুদ !
আসলে ,
বিস্তীর্ণ প্রতিভার অগণন গনগনে দাগের দাপটে
মৃত্যু নিজেই নাতিশীতোষ্ণ রথে
আবহমান জীবনের দেহরক্ষী হয়ে
পত্ পত্ পিছু পিছু যান !