জীবনের চড়াই উৎরাই পেরিয়ে
দীর্ঘ পরিক্রমা শেষে দাঁড়িয়ে
ভাবনাতে হারিয়ে যাই বারবার
ইপ্সিত আকাঙ্খা যা ছিল আমার
সুপ্ত মনের গোপন দেরাজে সযত্নে রাখা
পেলো কি তৃপ্তির ছোঁয়া জীবনের পরিপূর্ণতার স্বাদে মাখা!
জীবনের দীর্ঘ যাত্রাপথে বিফলতা যেমন ম্রিয়মাণ করেছে আমায়
সফলতার সুখের পরশ তেমনি জড়ায়েছে আহ্লাদে তায়
পেয়েছি স্বজন,সুজন সাথী আর
প্রিয় সান্নিধ্যের উষ্ণ ছোঁয়া
তবুও কেন সবকিছুর আড়ালে উঁকি দেয় না পাওয়ার ব্যথার কালো ধোঁয়া!
তবুও পথ চলছি তো চলছি—-
সময় সময়ের মলম !
শুনেছি ,তাই তিতিক্ষার সলতেটা নিভু নিভু হয়েও জ্বলছে।
আশার গাছে ইচ্ছে কুঁড়ি ছিলো অগুনতি
সাধ্যি নাইবা বা থাকুক স্বপ্ন বুনতে তো বাঁধা নেই, সুতরাং–
কেন জানিনে একটা অদৃশ্য কাঁটা,কিছু অব্যক্ত প্রশ্নেরা মাঝে মাঝেই অলক্ষ্যে উন্মনা করে তুলে,
একটু ছন্দিত জীবন,
কিছু ললিত স্বপ্ন-সাধ,
আরেকটু সুশোভিত,সুবিন্যস্ত,
সুসমাদৃত যাপন সুখের পরশ,
আর,আর– লিখনীর মৌতাতে
শিশুমনে খুশি ছড়াতে চাওয়া,
শব্দের আখরে ,সৌরভ ছড়িয়ে
জনমানসে একটু স্থান করে নেওয়া,
এইতো মাত্র!
জীবনের আঁকাবাঁকা পথের কিনারে দাঁড়িয়ে–
জীবনের কাছেই ব্যাকুল ভাবনার তরঙ্গে দোলায়িত মন প্রশ্ন রাখে– খুব বেশি কি চেয়েছি জীবনের কাছে!