বাঁচার মত বাঁচতে হলে
জীবনটাকে গড়ো,
সঠিক ছাঁচে নিজের ধাঁচে
অঙ্কটা আজ করো।
হেলাফেলায় চলে যারা
সময় করে নষ্ট ,
জীবন পথে পদে পদে
পায় যে তাঁরা কষ্ট।
খেলাধুলা রঙ তামাশায়
মিছে মত্ত থাকা ,
কর্ম নিয়ে মগ্ন জনের
সুখের ছোঁয়া মাখা।
অতি দুর্লভ মানব জনম
সাধনাতে পেলে,
সুকর্মেতে থাকো সবাই
কুকর্ম সব ঠেলে।
হৃদয় ভূমি চাষ করো ভাই
জ্ঞানের বীজটা ফেলে,
সমাজ হিতে মনটা রাখলে
অচিন সুখ যে মেলে।