প্রায় সাড়ে তিন হাজার কিলোগ্রাম তার ওজন
নিরক্ষরেখা থেকে ছত্রিশ কিলোমিটার উপরের
কক্ষপথে করে স্থাপন,
মাস্টার কন্ট্রোল ফেসিলিটি শাখার ইঞ্জিনিয়রেরা করছে নিয়ন্ত্রণ,
ডিটি এইচ, এটিএম,শেয়ার বাজার,টেলিভিশন
সংক্রান্ত উন্নত পরিষেবা দেবে জানান শিবন।
ইনসাট গোত্রের উপগ্রহগুলির কাজের মেয়াদ
শেষ
জিস্যাট উপগ্রহগুলিকে সেই কাজে নিয়োগ
শেষমেশ।
রয়েছে নতুন দূত উপবৃত্তাকার ‘জিয়োসিনক্রোনাস’ কক্ষপথে
তথ্য লেনদেন করবে ডিজিটাল প্রযুক্তিতে।
নতুন পরিকল্পনায় নতুন বছর দু’হাজার বিশ
পাড়ি দিল মহাকাশে নতুন দূত জিস্যাট ত্রিশ
টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দেশে
কৃত্রিম এই উপগ্রহকে পাঠাল ইসরো শেষে।
দিনটি ছিল ষোল জানুয়ারি বৃহস্পতিবার
ফ্রেঞ্চ গায়ানা থেকে রওনা দিয়েছিল এবার
এরিয়ান পাঁচ রকেট নাম তার
এতদিন করত কাজ উপগ্রহ ইনসাট চার।