পরিচিত বাতাস যখন ছিঁড়ে যায় ঘুড়ির আঘাতে
আর
উটের কুঁজে জমে মরুভূমির টন টন পিপাসা ,
তখনই সাদা মেঘের মুকুলে
বিন্দু বিন্দু কবিতার বৃষ্টি উল্লাস ।
নক্ষত্রের সমুদ্রে জেগে ওঠে
হেরে যাওয়া হৈ চৈ তিমি’র মাস্তুল ।
জলন্ত লাভার শোকে
পৃথিবীর সব হাসি বয়ে বয়ে
দীর্ঘ এক মিনিটের কান্নার নদী ।
পোড়ো পাহাড়ের পাঁজর ঘেঁষে
রুখোশুকো বসেছিল চাঁদ ।
হঠাৎই অক্ষর শ্বাসে
চাঁদের উপত্যকায় জ্যোৎস্নার জলপ্রপাত ।
সরযূ’র মুখ এসে জিউসের কানে কানে বলে
— তোমার চেয়েও কবিতার শক্তি বেশি , জানো !