–বিবেক কী পরিবর্তনশীল ?
প্রশ্নটি আমার নয় ,
নিহত এক কাকের চারপাশে সমবেত
অসংখ্য কা কা ঝাপটের ।
দুর্যোগে দলবদ্ধ কাকেদের ঠোঁটের উপরে
কোনও শাসকের দলভুক্ত সিসিটিভি নেই ।
আনুগত্য বিরোধী ভয়
মুক্ত ডানার সাহস দেখে নির্জন অন্ধকারে ডোবে ।
পৃথিবীর পোষ্য প্রতিভার প্রতি গুহা মুখে
শেষ লজ্জার ছাই দিয়ে যায়
বিবেকবান সমস্ত কাকের সংলাপ শ্লোক
— জাস্টিস চাই , জাস্টিস চাই ।