জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি মিষ্টি প্যাকেট ভরে।
পল্লীগায়ের মেঠোপথে অটোরিক্সা করে।
শাশুড়ি মা পূজোর ফুলে দেবেন ষাটের আশীর্বাদ।
মেয়ে যেন থাকে সুখে,পূর্ণ হয় সব সাধ।
আয়োজন আজ মস্ত বড়ো জামাই ষষ্ঠী দিনে।
ষোড়শ পদে রান্না হয়কি ইলিশ মাছ বিনে।
আগুন বাজার,আগুন দাম তবুও কেনা চাই
বছরান্তে জামাতাকে তুষ্ট রাখা তাই।
বসলো জামাই আসনেতে শালা শালীরা সাথে
শ্বশুর মশাই দরাজ হেসে দাঁড়িয়ে তফাতে
খুড়শাশুড়ি ছুটে এলেন হাতে মিষ্টির থালা
নানা আয়োজনে শুরু জামাইষষ্ঠীর পালা ।
আশীর্বাদে শাশুড়ি মা দিলেন নূতন কাপড়
রকমারি রান্নার খুশবু শুঁকে জামাইয়ের সয় না তর
খানদানী কাঁসার থালায় সাজে ষোড়শ উপচার
খুশিতে ডগমগ জামাই হলো যে এবার।
পোলাও,কোপ্তা- কাবাব- দৈ- মিষ্টি,পায়েস
কব্জি গুটিয়ে জামাই খাচ্ছে করে আয়েস
যাবার আগে শাশুড়িকে প্রণাম করে দেয় তাঁতের শাড়ি
চব্য চোষ্য খেয়ে জামাই খুশি যে হয় ভারী।