বহিরঙ্গে সুন্দর মোড়কে,
অন্তরের খোঁজ পাওয়া ভার।
যদি বা বাহ্যরূপ শ্বর আর ‘জীনের’ খেলা,
ধীশক্তি স্বীয় বাহুবলে আয়ত্ত-ভেলা।
‘কয়লা যায়না ধুলে, স্বভাব যায়না মলে,’
জাত কোবরার ধাত রঙে নেই তফাৎ
অনাবৃত সঠিক সময়ে!
খলের চরিত্র, ছদ্ম আভরনে মোড়া
শয়তানের দোসর, কালকূট বিষে আবৃত আগাগোড়া।
প্রচ্ছন্ন ধারণা লালিত সদা বিষের থলিতে,
নিংড়ে দেয় সবটুকু অভীষ্ট শিকারের মস্তিষ্কে।
বলিষ্ঠ অজগর গিলে নেয় গোটা হরিণ শনৈ শনৈ
রসনার জালেতে।
আপদ্ দুরভিসন্ধি ঈশ্বর ও অজ্ঞাত,
ইভ-অধম ভক্ষনে ব্যাপৃত ‘জ্ঞানবৃক্ষফল’
শয়তানের প্ররোচনায়।