মে মেয়েটি হয়েছে নিরুদ্দেশ বছর কুড়ি আগে
কখনো জানতে চেয়েছো তার বাবা মায়ের খবর?
বেকার ছেলেটির শূন্য দৃষ্টি রোদেপোড়া তামাটে মুখ,
তোমরা ভেবে দেখেছ তার হাঁড়ি চড়ে কিভাবে?
মে বাড়িগুলোতে চুরি হয়েছে বেশ কয়েকবার,
পুলিশ বাবুরা ঘুষ নেবার সময় ভেবেছ কি আততায়ীর হাত পৌঁছে যেতে পারে নিজের গলায়!!
নভ্যস্ত পরিপাটি সাজে পরিপাটি সুখে,সমস্যা পীড়িত
হলে নিরাপদ দূরত্ব রেখে আমরা বাকি মুখ।
বধির অথর্ব সমাজ, বধির মনুষত্ব,তেলা মাথায় তেল
দেওয়া সবাই করেছি আয়ত্ব।
দল ভাঙে,দল বদলায়,রং পাল্টায়,
শুধু পাল্টায়নি ফুটপাতের পাশের ঝুপড়ির বিবর্ণ শৈশব।
নেতাদের ছেলে মেয়ে যখন দিচ্ছে বিদেশ পাড়ি,
আমরা তখন ভবিষ্যত ভুলে সান দিয়ে থাকি ধর্মের তরবারি!
অন্ন,শিক্ষা, চাকরি দরকার তো নাই,
জাতের সুড়সুড়ি দিলেই খুনোখুনি হয় তাই!!