ফুরিয়ে ফেলেছি বীজে
ঢেউ ঢেউ ঢেউ- এর বাসনা ,
নির্বোধ এ বোধের ছোঁয়াচে জীবাণু
শুষে নেয় বসন্তবৌরী বান — বাঁচো !
ছায়ার ছাতিম ছাতা
ধরে আছে আমাদের রৌদ্রের আয়ু ।
কিভাবে তলিয়ে যাবো তল না কুড়ালে ?
পৃথিবীর প্রতি বাঁকে জেগে আছে কালভৈরব ।
অজানিত আহুতির ফাঁক না ভরালে
কিভাবে পাতবো পথে জাতক সম্মান ?
প্রকৃতি- পরিধি পিঠে হাঁটে প্রাণবায়ু ।
ফুরিয়ে যায় না কিছু আমি না ফুরালে !