শিউলির ঠোঁটে শিশিরের চুমু
মেঘেরা নগ্ন তুলো ,
রোদ রোমকূপে অভ্র বৃষ্টি
প্রকৃতির নাভি ছুঁলো !
অনুসঙ্গের রসের শরীরে
ডুব দিয়ে খুঁজি তল ,
তলের অতলে কল্পনা ভাসে
উপমার নদী ঢল ।
খুঁজছি কিশোরী প্রেমিকার মুখ
বুড়ো মহালয়া ভোরে ,
সিঁদ কেটে চুরি করেছে সময়
আবছা দৃশ্য ঘোরে ।
ঋতুরা ভোলে না পদ্মের রং
শরৎ এলেই নীল ,
আমাদের স্মৃতি আয়ুর আহার
পঙতিতে ওড়ে চিল ।
তবু কোজাগরী উপমিত হয়
আউশের আঘ্রাণে ,
জাতকের স্রোতে প্রশ্বাসে বান
চারু জীবনের যানে ।