আড়মোড়া ঘুমে ভোর ভেসে যায় ঘোরে
অভিমানী রোদ গলে’ গলে’ ছায়ানদী ,
পৃথিবীর আলো প্রমিথিউসের পাটে
ডুবে যাবে যদি না ফেরে মানব বোধি ।
বহুরূপী ফণা ছুঁয়েছে ব্রহ্মতালু
বহুমুখী দ্বেষে গনগনে প্যান্ডোরা ,
বনিকের টোপে যুদ্ধেরা মারে ঘাই
রামায়ণ কবে শেষ হবে , মন্থরা ?
লঘু পড়শীর মগজে মৃত্যু ভয়
বিপরীত রীতি বদলে গেলেই দেশ ,
ধর্ম তো নয় , তন্ত্রেরা মৌলিক
কাঁদো নজরুল , শান্তির দরবেশ ।
কবি যুগ শেষে এ আই লিখবে শোক
শতাব্দী শ্বাসে কবরের বিদ্রোহ ,
লজ্জা পাবে না নেশাখোর হাড়গোড় ?
চুল্লি বরফ নেভাবে আগুন গ্রহ !
ভুলে যাবো এক অ্যামিবার সংগ্রাম ?
চেতনার সেতু বেঁধে বেঁধে বহুকোষ ,
আশার স্বপ্ন ফুটে ফুটে সভ্যতা
জাতকের কানে রবীন্দ্র নির্ঘোষ ।